পত্রের স্মারক নং ০৫.৩০.৬৮৬০.০০০.১১-৩০৬ তারিখঃ ৭/০৪/২০১৩ খ্রিঃ
এর পত্রের আলোকে এলজিএসপি এর আওতায় স্কীম দাখিলের নির্দেশনা প্রদান করা হইয়াছে। উলেস্নখ্য যে, পূর্বের নির্দেশনা অনুসারে ২০১২-২০১৩ ইং অর্থ বৎসরে এলজিএসপি এর আওতায় ১২,৭৭,৮৪১/- (বার লক্ষ সাতাত্তুর হাজার আটশত এক চলিস্নশ) টাকা বরাদ্ধ পাওয়া যাইতে পারে। উক্ত বরাদ্ধের বিপরীতে ওয়ার্ড পর্যায় হতে বাছাইকৃত স্কীমের অগ্রাধিকার তালিকা নরসিংদী সদর মহোদয়ের বরাবরে দাখিল করিতে হইবে। সভায় সভাপতি সাহেবের প্রসত্মাবের প্রেক্ষিতে আলাপ আলোচনা করিয়া ২০১২-২০১৩ অর্থ বৎসরে এলজিএসপি এর বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে নিমণলিখিত স্কীম সমূহ বাসত্মবায়নের সিদ্ধামত্ম সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রকল্পসমূহঃ
১। ভাটপাড়া কাশেম আলীর বাড়ী হইতে মানিক বাবুর বাড়ীর রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ১,৫০,০০০/-
২। টেংরারটেক গান্ধীর বাড়ী হইতে সোলমান মেম্বারের বাড়ীর ঈদগাহ পর্যমত্ম রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ১,৫০,০০০/-
৩। কুলাইট বাজার হইতে জাকিরের বাড়ীর রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ২,০০,০০০/-
৪। নলুয়া তারা পুকুর পারের রাসত্মায় গাইড ওয়াল নির্মান।
বরাদ্ধ = ১,৫০,০০০/-
৫। আসমান্দীরচর ইছব মিয়ার বাড়ীর সামনে এলজিইডি রাসত্মায় পাইপ কালভার্ট স্থাপন।
বরাদ্ধ = ১,০০,০০০/-
৬। কামারচর মোমেনের বাড়ী হইতে চরমাহমুদপুর কমিউনিটি স্কুলের রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ১,৫০,০০০/-
৭। বাগবাড়ী রকমান মিয়ার বাড়ী হইতে আবুল মোলস্নার বাড়ী পর্যমত্ম রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ১,০০,০০০/-
৮। কাকশিয়া মান্নান মিয়ার বাড়ী হইতে জনাব আলীর বাড়ী পর্যমত্ম রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ১,০০,০০০/-
৯। দেওয়ান বাড়ী আনিছ মেম্বারের বাড়ীর নিকট হইতে আলাউদ্দিনের বাড়ীর রাসত্মায় ইট বিছানো।
বরাদ্ধ = ১,০০,০০০/-
১০। টাঙ্গাই সোনা মিয়া প্রধানের বাড়ী হইতে আলফাজ উদ্দিনের বাড়ী পর্যমত্ম রাসত্মায় ইট বিছানো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস