১. অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত:
ক) ছাপা ও মনোহারী ক্রয়- ৫০,০০০/-
খ) ষ্টেশনারী দ্রব্যাদি ক্রয়সহ ফটোকপি ও কম্পিউটার- ৫০,০০০/-
গ) আপ্যায়ন বাবদ(অফিস ও মিটিং) - ১,৫০,০০০/-
ঘ) বিদ্যুৎ বিল সংক্রান্ত- ১,০০,০০০/-
ঙ) আসবাবপত্র ও অফিস রক্ষনাবেক্ষন সংক্রান্ত- ২,০০,০০০/-
চ) বিবিধ- ২,০০,০০০/-
২. প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত:
দায়িত্বপ্রাপ্ত কমিটি | ক্রয়/কাজের প্রকৃতি | ক্রয়ের মূল্যসীমা | কি পদ্ধতিতে বা কিভাবে ক্রয় করবেন | মন্তব্য |
ওয়ার্ড কমিটি | ক) মালামাল সংগ্রহ, নির্মাণ/পূর্তকাজ | অনুমোদিত প্রাক্কলিত মূল্য ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা পর্যন্ত। | ক) সরাসরি ক্রয় পদ্ধতি। |
|
|
খ) মালামাল সংগ্রহ নির্মাণ/পূর্তকাজ | অনুমোদিত প্রাক্কলিত মূল্য ৫,০০,০০০/- (পাচ লক্ষ) টাকা পর্যন্ত।
|
খ) রিকোয়েস্ট ফর কোটেশন (আর এফ কিউ) অর্থ্যাৎ বাজার থেকে কোটেশন সংগ্রহের মাধ্যমে |
|
|
গ) নির্মাণ/পূর্তকাজ | অনুমোদিত প্রাক্কলিত মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পর্যন্ত | রিকোয়েস্ট ফর কোটেশন (আর এফ কিউ) অর্থ্যাৎ বাজার থেকে কোটেশন সংগ্রহের মাধ্যমে |
|
দরপত্র মূল্যায়ন কমিটি | মালামাল | প্রাক্কলিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা উর্ধ্বে | উন্মুক্ত ক্রয় পদ্ধতি |
|
|
নির্মাণ/পূর্তকাজ | প্রাক্কলিত মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার উর্ধ্বে | উন্মুক্ত ক্রয় পদ্ধতি |
|
নোটঃ বিশেষভাবে উল্লেখ্য যে, উন্নয়ন সহায়তার অর্থ ব্যবহার করে উদ্ধুদ্ধকরণ কর্মসূচীর আওতায় প্রচারাভিযান, জনসচেতনতামূলক ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে বছরে ২৫,০০০ (পচিশ হাজার) টাকার বেশী ব্যয় করা যাবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস