Wellcome to National Portal

পাঁচদোনা ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার সন্তানকে স্কুলে পাঠান


২০২৩-২০২৪ অর্থ বছরের পাঁচদোনা ইউনিয়নের বার্ষিক ক্রয় পরিকল্পনা

১. অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত: 

ক) ছাপা ও মনোহারী ক্রয়- ৫০,০০০/-

খ) ষ্টেশনারী দ্রব্যাদি ক্রয়সহ ফটোকপি ও কম্পিউটার- ৫০,০০০/-

গ) আপ্যায়ন বাবদ(অফিস ও মিটিং) - ১,৫০,০০০/-

ঘ) বিদ্যুৎ বিল সংক্রান্ত- ১,০০,০০০/- 

ঙ) আসবাবপত্র ও অফিস রক্ষনাবেক্ষন সংক্রান্ত- ২,০০,০০০/-

চ) বিবিধ- ২,০০,০০০/-

২. প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত: 

দায়িত্বপ্রাপ্ত কমিটি  ক্রয়/কাজের প্রকৃতি  ক্রয়ের মূল্যসীমা  কি পদ্ধতিতে বা কিভাবে ক্রয় করবেন  মন্তব্য 
ওয়ার্ড কমিটি  ক) মালামাল সংগ্রহ, নির্মাণ/পূর্তকাজ  অনুমোদিত প্রাক্কলিত মূল্য ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা পর্যন্ত। ক) সরাসরি ক্রয় পদ্ধতি। 

খ) মালামাল সংগ্রহ নির্মাণ/পূর্তকাজ  অনুমোদিত প্রাক্কলিত মূল্য ৫,০০,০০০/- (পাচ লক্ষ) টাকা পর্যন্ত।
খ) রিকোয়েস্ট ফর কোটেশন (আর এফ কিউ) অর্থ্যাৎ বাজার থেকে কোটেশন সংগ্রহের মাধ্যমে 

গ) নির্মাণ/পূর্তকাজ  অনুমোদিত প্রাক্কলিত মূল্য  ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পর্যন্ত   রিকোয়েস্ট ফর কোটেশন (আর এফ কিউ) অর্থ্যাৎ বাজার থেকে কোটেশন সংগ্রহের মাধ্যমে  
দরপত্র মূল্যায়ন কমিটি মালামাল প্রাক্কলিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা উর্ধ্বে  উন্মুক্ত ক্রয় পদ্ধতি 

নির্মাণ/পূর্তকাজ  প্রাক্কলিত মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার উর্ধ্বে  উন্মুক্ত ক্রয় পদ্ধতি 


নোটঃ বিশেষভাবে উল্লেখ্য যে, উন্নয়ন সহায়তার অর্থ ব্যবহার করে উদ্ধুদ্ধকরণ কর্মসূচীর আওতায় প্রচারাভিযান, জনসচেতনতামূলক ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে বছরে ২৫,০০০ (পচিশ হাজার) টাকার বেশী ব্যয় করা যাবে না।