Wellcome to National Portal

পাঁচদোনা ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার সন্তানকে স্কুলে পাঠান


শিরোনাম
পরিবার পরিকল্পনা।
ছবি
label.column.field_office_cism

১। পাঁচ বছরের বাচ্চাদের সেবা দেওয়া হয়।

২। গর্ভবতী মহিলাদের সেবা প্রদান করা হয়।

৩। ডেলীভারীর পরে কি কি সেবা দরকার তার পরামর্শ দেওয়া হয়।

সিটিজেন চার্টার

১। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা।

২। আয়া।

যোগাযোগ

কেউ যদি গুলিস্থান-যাত্রাবাড়ী দিয়ে আসতে চান তাহলে পাঁচদোনা মোড় নেমে একটু সামনে হেটে ঝংকার সিনেমা হলের সামনে আসতে হবে এবং অটো রিক্সা দিয়ে ভাটপাড়া আসতে হবে ভাড়া নিবে ৫/১০ টাকা নিবে এবং হাতের ডান দিকে তাকালে পাঁচদোনা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দেখতে পাবেন। আবার কেউ যদি টঙ্গী দিয়ে আসতে চান তাহলে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু পেরিয়ে ৭ কি:মি: সামনে আসলেই ভাটপাড়া বাজার পরবে এবং এখান থেকে একটু সামনেই পাঁচদোনা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দেখতে পাবেন ।