নরসিংদী জেলার সদর উপজেলাধীন পাঁচদোনা ইউনিয়নের অন্তর্গত ভাটপাড়া গ্রামে নিবিড় পরিবেশের মাঝে এ বিদ্যালয়টি অবস্থিত। এ বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।
এলাকার জনগন তাদের ছেলে মেয়েদের স্বার্থে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৭.২৪ একর জমির উপর এটি অবস্থিত। সমুদয় জায়গা দানকৃত।
৬ষ্ঠ শ্রেনী ৭ম শ্রেণী ৮ম শ্রেণী ৯ম শ্রেণী | ১০ ম শ্রেণী | |||
ক-১০১ জন ক- ৬৯ জন ক- ৬৬ জন ক- ৫০ জন | ক- ৫৫ জন | |||
খ- ৯৭ জন খ- ৬৭ জন খ- ৮৮ জন খ- ৫১ জন | খ- ৭১ জন | |||
গ- ৮৮ জন গ- ৮৮ জন |
ভাটপাড়া এন. সি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে পাওয়া গেছে। নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হলো। উল্লেখ্য, অদক্ষতা, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে প্রজ্ঞাপনের ৩৮ নং প্রবিধান অনুসারে বোর্ড কর্তৃপক্ষ গঠিত কমিটি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। নিম্নের ভাটপাড়া এন. সি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নাম ও পদবী দেওয়া হলঃ
ক্রমিক নং | নাম | কমিটিতে পদবী |
১ | আলহাজ্ব মোঃ মিজানুর রহমান | সভাপতি |
২ | জনাব মোঃ সাইদুল রহমান | শিক্ষক প্রতিনিধি |
৩ | জনাব মোঃ রহুল আমিন | ঐ |
৪ | সানজিদা বেগম | সংরক্ষিত মহিলা প্রতিনিধি |
৫ | জনাব মাসুম বিল্লাহ | অভিভাবক সদস্য |
৬ | জনাব অহিদ মিয়া | ঐ |
৭ | জনাব নজরুল ইসলাম গাজী | ঐ |
৮ | জনাব নুরুল আমীন মোল্লা | ঐ |
৯ | জনাব হেনা আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | শূন্য | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | হাজী সামসুল হক | দাতা সদস্য |
১২ | জনাব মোঃ মনির হোসেন মোল্লা | কো-অপ্ট সদস্য |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
এ ম্যানেজিং কমিটির মেয়াদ প্রথম সভার তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর কার্যকর থাকবে। এ পত্র ইস্যুর তারিখ হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠান নিশ্চিত করে বোর্ডকে অবহিত করতে হবে।
বিগত পাঁচ বছরের এস.এস. সি পরীক্ষার পাশের তথ্য।
ক্রঃ নং | পাশের সন | ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশ | ফেল | হার | মন্তব্য |
০১ | ২০০৯ ইং | ১০৫ | ৬৯ | ৩৬ | ৬৫.৭১ |
|
০২ | ২০১০ ইং | ১৬৫ | ৮২ | ৮৩ | ৪৯.৬৯ |
|
০৩ | ২০১১ ইং | ১৪০ | ১২০ | ২০ | ৮৫.৭১ |
|
০৪ | ২০১২ ইং | ১৩৩ | ১০৫ | ২৮ | ৭৮.৯৪ |
|
০৫ | ২০১৩ ইং | ১৫৩ | ১৩২ | ২১ | ৮৬.২৭ |
|
বিগত তিন বছরের জে.এস. সি পরীক্ষার পাশের তথ্য।
ক্রঃ নং | পাশের সন | ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশ | ফেল | হার | মন্তব্য |
০১ | ২০১০ | ১৫৮ | ১২৬ | ৩২ | ৭৯.৭৪ |
|
০২ | ২০১১ | ১৮৭ | ১১০ | ৭৭ | ৫৮.৮২ |
|
০৩ | ২০১২ | ২১৭ | ২১২ | ০৫ | ৯৭.৬৯ |
|
অষ্টম শ্রেণীতে মেধাবৃত্তিতে ০ জন ।
সাধারন বৃত্তিতে ০৩ জন।
অত্র বিদ্যালয় থেকে প্রতি বৎসর শতাধিক ছাত্র- ছাত্রী S.S.C ও J.S.C পরিক্ষায় অংশ গ্রহণ করে অধিকাংশ ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়। খেলাধূলায় ভালো করে।
শিক্ষার গুনগত মান উন্নয়ন করে জাতীয় মেধা তালিকায় স্থান করে নেয়া। উচ্চ মাধ্যমিক পর্যন্ত চালু করা।
ঢাকা বিভাগ ও নরসিংদী জেলা সহ অন্যান্য উপজেলায় যোগাযোগর জন্য হাইরোড আছে। বিদ্যালয়টি হাইরোডের অতি নিকটে। ঢাকা/ নরসিংদী হয়ে পাচদোনা মোড়ে এসে বাস, রিক্সা ও অটোরিক্সার মাধ্যমে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস